যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জাতীয় মহিলা সংস্থার জেলার চেয়ারম্যান জ্যোৎস্না আরা মিলির বাড়িতে দুর্বৃত্তদের ইটপাটকেল নিক্ষেপ করার ঘটনাকে কাপুরুষোচিত ও আইনশৃঙ্খলা পরিপন্থি কাজ বলে উল্লেখ করেছে যশোর জেলা আওয়ামী লীগ।
জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন এবং সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এক বিবৃতিতে ঘটনার সাথে জড়িতদেরকে হুশিয়ার করে ও আইনশৃংখলা বাহিনীকে দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। একই সাথে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যশোর জেলা আওয়ামী লীগ উপ-দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার।- প্রেস বিজ্ঞপ্তি