কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুরের ভালুকঘর মাদ্রাসায় গোপনে নিয়োগ বন্ধে এবার আদালতে দ্বারস্থ হয়েছেন গভর্নিংবডির দাতা সদস্য ইব্রাহীম হোসেন মোল্যা। তিনি কমিটির সভাপতি এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ নিয়োগ প্রক্রিয়ার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা করেছেন। বৃহস্পতিবার যশোর সহকারী জজ আদালতে মামলাটি করলে বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে সমন জারি করেছেন।
মামলার বাদী ইব্রাহীম হোসেন মোল্যা জানান, তিনি বিভিন্ন মাধ্যমে জান্তে পেরেছেন মোটা অর্থ বাণিজ্য করার জন্য সভাপতি ও তার তলপিবাহকরা তৎপরতা অব্যাহত রেখেছেন। যে কোন দিন তারা নিয়োগ বোর্ড করবে এমন আভাস পাওয়ার পর তিনি আদালতের স্মরণাপন্ন হয়েছেন।
মামলায় তিনি উল্লেখ করেছেন গোপনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে সৎ যোগ্য চাকরি প্রত্যাশিরা ক্ষতিগ্রস্থ হবেন। অবৈধ প্রক্রিয়ায় অযোগ্য লোকদের নিয়োগ দিলে প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্থ হবে।
মামলায় ইব্রাহীম হোসেন ইসলামী আরবি বিশ্ববিদ্যায় থেকে ২৪/০৮/২০২৩ তারিখে জারিকৃত ১১৫৯৬ নং স্মারক সন্বলিত চিঠির শর্ত ভঙ্গ করায় গভর্নিংবডি বাতিলের দাবি জানিয়েছেন। তার দাবি কমিটির সভাপতিসহ ৫ জন সদস্য অবৈধ এবং তারা দুর্নীতিসহ নানা অপকর্মে জড়িত।
ইব্রাহীম হোসেন জানান, তার উপস্থিতিতে গভর্নিং বডির সর্বশেষ সভায় প্রতিষ্ঠানের সকল শূন্যপদে একসাথে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত হয়েছিল। পরে জানলাম উপাধ্যক্ষ পদ বাদ রেখে কর্মচারী নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ বাদ রেখে কেন কর্মচারী নিয়োগ দেয়া হচ্ছে জানতে চাইলে সভাপতি তার কোন উত্তর দেননি।
মামলার বিষয়ে আইনজীবী আনসার আলী জানান, ইব্রাহীম হোসেনের মামলাটি আদালত আমলে নেয়ার পর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কোন সুযোগ নেই। যেহেতু বিষয়টি বিরোধপূর্ণ এবং অভিযোগকারী ওই কমিটির দাতা সদস্য যা আদালত আমলে নিয়েছে। সেহেতু আদালতের পরবর্তী সিদ্ধান্ত পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে। তা না মানলে তারা আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হবেন।