বাংলার ভোর প্রতিবেদক
যশোরে রেইজ প্রকল্পের আওতায় ম্যাকানাইজড এগ্রিকালচারাল ফার্মিং উদ্যোগ পরিদর্শন করেছে বিশ্বব্যাংক প্রতিনিধি দল। মঙ্গলবার এ প্রকল্প পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় করেন বিশ্বব্যাংক প্রতিনিধি দলের সদস্যরা। বিশ্বব্যাংক ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে রেইজ প্রকল্পটি বাস্তবায়ন করছে রুরাল রিকন্সট্রাকশন (আরআরএফ)।
অভিজ্ঞতা বিনিময় সভা ও প্রকল্প পরিদর্শনে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের কািন্ট্র ডিরেক্টর বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ সেক, বিশ্বব্যাংকের সামাজিক সুরক্ষা এবং চাকরির বৈশ্বিক অনুশীলন বিভাগের প্রাকটিক্যাল ম্যানেজার Cem Mete, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) রেইজ প্রকল্পের মহাব্যবস্থাপক (কার্যক্রম) ও প্রকল্প সমন্বয়কারী, দিলীপ কুমার চক্রবর্তী, উপ-প্রকল্প সমন্বয়কারী গোলাম জিলানী, প্রোগ্রাম ম্যানেজার কাজী মশরুর-উল আলম ও সোস্যাল ডেভেলপমেন্ট স্পেশালিষ্ট দেওয়ান জিন্নাহ, প্রোগ্রাম ম্যানেজার বিল্লাল হোসেন প্রোগ্রাম ম্যানেজার তরিকুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার ফজলুল তারিক, আরআরএফ’র নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস।
সভায় আরআরএফ, শিশু নিলয় ফাউন্ডেশন, জাগরণী চক্র ফাউন্ডেশন ও আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের ৪০জন কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তা, তরুন উদ্যোক্তা, এমসিপি ও শিক্ষানবিশগন অংশগ্রহন করেন। উল্লেখ্য, রেইজ প্রকল্পের মাধ্যমে বেকার তরুনদের কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে তরুনদের হাতে কলমে ৬ মাস ব্যাপি কাজ শেখানোর মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে কাজ করে প্রকল্পটি।