কোটচাঁদপুর প্রতিনিধি
কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় শিশু ওয়ার্ডে ভর্তি রোগী ও স্বজনদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার রাত ১০ টার দিকে হাসপাতারের ওপিডি ভবনের শিশু ওয়ার্ডে এঘটনা ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিক বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করার কারণে হতাহতের কোন ঘটনা না ঘটলেও প্রাণ বাঁচাতে রোগী ও স্বজনরা ছোটাছুটি করেন। অগ্নিকাণ্ডের সময় শিশু ওয়ার্ড ধোয়াচ্ছন্ন হয়ে পড়ে। মুহূর্তের মধ্যে বৈদ্যুতিক বোর্ড পুড়ে যায়।
খবর পেয়ে কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসেন। স্টেশন অফিসার আক্কাস আলী জানান, বিদ্যুতের শর্ট সার্কিটের কারণেই এঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রশিদ জানান, আগুনের সূত্রপাত হওয়া মাত্রই ওয়ার্ডে দায়িত্বে থাকা নার্স বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দেয়ায় তেমন কোন ক্ষতি হয়নি। তবে ঠিকাদার এই ভবনে নিম্নমানের বৈদ্যুতিক সামগ্রি ব্যবহার করায় এই ভোগান্তি হচ্ছে। শুধু বিদ্যুতই নয়, অন্যান্য ফিটিংসের কাজেও ত্রুটি রয়েছে। যে কারণে বাথরুমের পানি নিস্কাশন বিঘ্নিত হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।