বেনাপোল সংবাদদাতা
মাদকদ্রব্য উদ্ধার ও অপরাধ দমনে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন যশোরের বেনাপোল পোর্ট থানার এসআই আমির হোসেন। গেল ফেব্রুয়ারি মাসে বেনাপোল পোর্ট থানার এস আই আমির হোসেন তানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও অপরাধ দমনে বিশেষ ভূমিকা রেখেছেন। এ কারণে গত ফেব্রুয়ারি মাসে হিসেব অনুযায়ী যশোর জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে তাকে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত করা হয়েছে।
গত বুধবার দিনব্যাপি যশোর জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এসআই আমির হোসেনের হাতে শ্রেষ্ঠেত্বের ক্রেস্ট ও নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করেন। এ সময় যশোর পিবিআই এর পুলিশ সুপার রেশমা শারমিনসহ জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।