বাংলার ভোর প্রতিবেদক
যশোর কেন্দ্রীয় কারাগারে নজরুল ইসলাম ওরফে নজু মোল্যা (৬৯) নামে এক কয়েদীর মৃত্যু হয়েছে। তিনি যশোরের অভয়নগর থানার ভাটপাড়া গ্রামের বাসিন্দা। তিনি খুলনার ফুলতলা থানার ১৯৯৫ সালের ২৪ অক্টোবর দায়েরকৃত ৫ নম্বর মামলার আসামি।
যশোর কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত কয়েদি নজরুল ইসলাম বুধবার রাতে হঠাৎ করে কারা অভ্যান্তরে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে আজ সকাল সাড়ে ৭টার দিকে যশোর ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ৮ টার দিকে তিনি মুত্যুবরণ করেন। হাসপাতালের রেজিস্ট্রারে মৃত্যুর কারণ হিসেবে ব্রাউট ডেথ লেখা আছে ।
যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বলছেন, স্ট্রোকজনিত কারণে নজরুল ইসলামের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে