♦প্রতিটি ক্ষেত্রে নারীরা যোগ্যতা ও মেধার স্বাক্ষর রেখেই চলেছে
বাংলার ভোর প্রতিবেদক
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল যশোর জেলা মহিলা দল আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।
আলোচনা সভায় অধ্যাপক নার্গিস বেগম বলেন, এখনো তারা পদে পদে লাঞ্চনা ও বঞ্চনার শিকার হচ্ছেন। আজও তারা কর্মক্ষেত্রে নিরাপদ নন। বিভিন্ন সময় কর্মক্ষেত্রে গিয়ে সহকর্মীর দ্বারা লাঞ্ছিত হচ্ছেন। এমনকি উচ্চ পদে থাকার পরও মহিলাদের যথাযথ সম্মান দেয়া হয় না।
জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে যশোর মহিলা দল প্রতিষ্ঠার পর থেকে দলের নেত্রী সম্মাননা স্মারক প্রদান করা হয়।
জেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী হাসিনা ইউসুফ, নগর মহিলা দলের সভানেত্রী শামসুন্নাহার পান্না প্রমুখ।
শেষে অধ্যাপক নার্গিস বেগম যশোরে মহিলা দল প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত দলে অসামান্য অবদান রাখা মহিলা দল নেত্রীদের উত্তরীয়, ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা প্রদান করেন। এ সময় জেলা মহিলা দলের নেতৃবৃন্দ অধ্যাপক নার্গিস বেগমকে উত্তরীয়, ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
সংবর্ধিত নেত্রীরা হলেন, আঞ্জুমান আরা, লিলি হাই, ফয়জুন্নেসা সিদ্দিকী, মোর্সেদা ওহাব, ফিরোজা মোস্তফা, মনোয়ারা চৌধুরী, চমন আরা, সালেহা খাতুন কোকলা, আরিফা বুলবুল, জুবাইদা হক, রাশিদা রহমান, সালেহা ইসলাম, হাসিনা ইউসুফ, ফেরদৌসী বেগম, অ্যাড. মাহমুদা খানম ও জোসনা আলীম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, বিএনপি নেতা অধ্যাপক আসাদুজ্জামান শাহীন, জেলা যুবদলের সাধারণ সম্পদাক আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা মনোয়ারা মোস্তফা, নগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা আম্বিয়া মঞ্জুর মুক্তা প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভানেত্রী সেলিনা পারভিন শেলী ও যুগ্ম-সম্পাদিকা সুফিয়া মাহমুদ রেখা।