বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ৮০ জন অসহায় প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলার সতীঘাটা আশরাফুল মাদারিস ময়দানে হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা।
গ্লোবাল রিলিফ ট্রাস্ট ইউকে’র আর্থিক সহযোগিতায় ও ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি যশোর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন, প্রেসক্লাব যশোরের সহসভাপতি নুর ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশরাফুল মাদারিসের পরিচালক মাওলানা নাসিরুল্লাহ।