বাংলার ভোর প্রতিবেদক
আইডিয়া যুব উন্নয়ন কেন্দ্রের আয়োজনে গতকাল আরআরএফ সেন্টার’র কনফারেন্স রুমে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপি কর্মশালা।
‘রাইজ এন্ড থ্রাইভ উইথ হামিদুল হক’ শীর্ষক দিনব্যাপি এ আত্ম-উন্নয়ন কর্মশালায় ‘একটি দিন, নিজেকে দিন’ স্লোগানে অংশ নেন ৭০ জন অংশগ্রহণকারী।
সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলা এ কর্মশালায় ব্যক্তিজীবনে আত্মবিশ্বাস আনয়ন, আত্ম-উন্নয়ন ও শৃঙ্খলা আনার জন্যই আয়োজিত কর্মশালার প্রধান বক্তা ছিলেন সোশ্যাল সাইকোলজিস্ট এবং ব্রেইন প্রোগ্রামার হামিদুল হক।
রাইজ এন্ড থ্রাইভ টিম এর সমন্বয়ক মিতালি বালা বলেন, রাইজ এন্ড থ্রাইভ আইডিয়ার নিয়মিত আয়োজন। হামিদুল হক স্যার দীর্ঘ এক যুগের বেশি সময় সোশ্যাল সাইকোলজির শিক্ষক হিসেবে পড়িয়েছেন, ব্রেইন প্রোগ্রামিং তিনি দারুণভাবে করতে পারেন। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, কর্মজীবী মানুষ যে/যারা শ্রোতা হয়ে উপস্থিত হন তাদের অভিব্যক্তি আমাদের স্বার্থকতার ধারক। আজও বহুজন আগ্রহীদের আমরা সুযোগ দিতে পারিনি। কর্মশালায় নিজ সন্তানকে নিয়ে এসেছিলেন যশোর মহিলা কলেজের লেকচারার দীপ্তি মিত্র।
তিনি বলেন, অদ্ভূতভাবে দেখলাম ছোটকাল থেকে আমাদের ছোট্ট ছোট্ট গলদ আমাদের সফলতার অন্তঃরায়। সখিনা গার্লস হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী স্বাগত।