বাংলার ভোর প্রতিবেদক
জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র পনেরো বছরে পর্দাপণ উপলক্ষে আজ(রোববার) প্রেসক্লাব যশোরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
প্রধান অতিথি হিসেবে কেক কাটেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
এর আগে স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম সজলের সভাপতিত্বে ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রামে কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সম্পাদক এস এম তৌহিদুর রহমান, সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক এমআর খান মিলন ও সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় সভাপতি ইজাহার আলী প্রমুখ।