বাংলার ভোর প্রতিবেদক
ফাজিল পরীক্ষায় কেন্দ্র সচিবের সহযোগিতায় মণিরামপুর ফাজিল পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহ করা হয়েছে বলে জেলা শিক্ষা অফিসারের কাছে অভিযোগ করা হয়েছে।
আশরাফ হোসেন নামে এক শিক্ষক অভিযোগে উল্লেখ করেন, গত ২৫ ফেব্রুয়ারি মণিরামপুর ফাজিল মাদরাসায় ফাজিল ২য় বর্ষের ইংরেজি শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ইমরান হোসেন ও মনিরুজ্জামান নামে দুইজন ইংরেজি প্রভাষক কেন্দ্রের বাইরে দোকানে বসে প্রশ্নের উত্তর লিখে দেন। আর সেই উত্তরপত্র পরীক্ষার দায়িত্বরত জালঝাড়া মাদরাসার প্রভাষক খলিলুর রহমান, খেদাপাড়া ফাজিল মাদরাসার প্রভাষক সবুর আলী, মণিরামপুর ফাজিল মাদারাসার প্রভাষক আবু সালেহ পরীক্ষার্থীদের মধ্যে সরবরাহ করেন।
এছাড়া ২০২৩ সালে ডিসেম্বর মাসে আলিম পরীক্ষায় ইংরেজি, ইতিহাস জীববিজ্ঞান পরীক্ষায় কেন্দ্রের সচিবের বিরুদ্ধে নকল সরবরাহের অভিযোগ উঠে। আর নকল সরবরাহের কাজে সহযোগিতা করছেন কেন্দ্র সচিব শহিদুল ইসলাম। তিনি প্রতি পরীক্ষায় পরীক্ষার্থীদের মধ্যে নকল সরবরাহ করার সহযোগিতা করছেন।
এ ব্যাপারে জেলা শিক্ষা অফিসে যোগাযোগ করা হলে এক কর্মকর্তা অভিযোগটি পেয়েছেন বলে স্বীকার করে বলেন, অভিযোগটি মণিরামপুরে মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। মণিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকারের সাথে যোগাযোগ হলে তিনি অভিযোগ পেয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ হবে বলে তিনি জানান।
এদিকে পরীক্ষা কেন্দ্রের সদস্য সচিব শহিদুল ইসলাম বলেন, নকল সরবরাহের অভিযোগ সঠিক নয়।