বাংলার ভোর প্রতিবেদক
আজ (রোববার) দুপুরে যশোর মণিরামপুর-কেশবপুর সড়কের মণিরামপুর শ্যামপুর ফকির রাস্তা মোড়ে তেলবাহী একটি লরির চাপায় এক শিশু কন্যা নিহত হয়েছে। এ ঘটনার তেলবাহী লরির চালককে পুলিশ আটক করেছে পুলিশ। নিহত শিশুকন্যা সামিয়া (৫) মণিরামপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত সেলিম হোসেনের কন্যা। এবং সস্থানীয় ওলামান নগর মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী।
স্থানীয়রা জানান আজ দুপুর একটার দিকে মাদ্রাসা ছুটির পর বাড়িতে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল সামিয়া। এ সময় কেশবপুর-মণিরামপুর সড়কের শ্যামকুড় ফকির রাস্তা মোড়ে একটি দ্রুতগামী তেলের লরি তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে শিশু সামিয়া নিহত হয়। জ্বালানী তেলবাহী লরির (খুলনা-ড-৪১-০০৩৬ ) চালক খুলনার খালিশপুর ডাকবাংলার মোড়ের বাসিন্দা মনির হোসেনকে (৩৮) স্থানীয় লোকজন আটক করে পুলিশে দিয়েছে।