বাংলার ভোর প্রতিবেদক
আজ (সোমবার) দুপুরে যশোরের বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের একটি কবরস্থান থেকে রেশমা নামে এক হিজরার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হিজরা রেশমা কাগজপুকুর রাজবাড়ি এলাকার মৃত জাকির হোসেন ও চুমকি বেগমের সন্তান।
বেনাপোল পোর্ট থানার পুলিশ কাগজপুকুর গ্রামের কবরস্থান থেকে নিখোঁজ হিজরা রেশমার পুতে রাখা লাশ উদ্ধার করেন। কয়েকদিন যাবত রেশমা নিখোঁজ ছিল।
আজ বেলা বারোটার দিকে স্থানীয় লোকজনের দেয়া সংবাদের ভিত্তিতে কাগজপুকুর কবরস্থানের মধ্যে ৩ ফুট মাটির নিচে পুঁতে রাখা রেশমার লাশ উদ্ধার করেন বেনাপোল পোর্ট থানার পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ফারুক হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ।
ফারুক হোসেনসহ ৪/৫ জন সিরাজুল ইসলামের লাউক্ষেতের মধ্যে গলায় চাকু দিয়ে হিজড়া রেশমাকে জবাই করে হত্যা করে বলে জানা গেছে। হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে ওই লাউক্ষেতে রেশমাকে পুঁতে রাখে।
পুলিশ হত্যাকাণ্ডের ঘটনা সম্পর্কে ফারুককে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। হত্যাকাণ্ডে আরও আসামিরা জড়িত থাকতে পারে বলে পুলিশ এই মুহূর্তে মুখ খুলতে চাইছে না। লাশ ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতালে পাঠানো হয়েছে বলে বেনাপোল থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানিয়েছেন।