সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরায় আলমসাধু ও মহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষ মুস্তাফিজুর রহমান (৫৫) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার) সকাল ৮টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের ওয়ারিয়া নামক স্থানে এ দুর্ঘটনায় ঘটে।
নিহত মুস্তাফিজুর রহমান কলারোয়ার উপজেলার তুলসীডাঙ্গা এলাকার বাসিন্দা। তিনি সাতক্ষীরা সড়ক জনপদ বিভাগের অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঠিকাদারি মালামাল বোঝাই একটি আলমসাধু কলারোয়া দিকে যাচ্ছিল।
এ সময় ঝাউডাঙ্গার ওয়ারিয়া এলাকায় এলে আলমসাধুর এক্সেল ভেঙে যায়। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্রের সঙ্গে আলমসাধুর মুখোমুখি সংঘর্ষ হলে মহেন্দ্রটি উল্টে গিয়ে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।