বাংলার ভোর প্রতিবেদক
আজ (মঙ্গলবার) সকালে যশোর ঝিনাইদহ মহাসড়কের চুড়ামনকাটি বাজারে যশোর অভিমুখি দ্রুতগামী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী পলাশ মিয়া (৩০) নিহত হয়েছেন। পুলিশ ঘাতক ট্রাকটিকে (যশোর ট-১১-৫০১১) আটক করেছে। নিহত পলাশ মিয়া ফরিদপুর জেলার নগরকান্দা থানার পাইলানপট্টি এলাকার বাসিন্দা।
পলাশ তার ব্যবহৃত মোটরসাইকেলযোগে (খুলনা হ-১১-৪৮৬৯) ঝিনাইদহে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় প্রত্যক্ষদর্শীরা স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে দেয়।
এ বিষয়ে বারোবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জকে মোবাইল ফোনে জানান ,আমি মেডিকেলে ভর্তি আছি বিষয়টি আদম আলী জানে।