নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা
আজ (শুক্রবার) সকালে যশোরের ঝিকরগাছা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রে শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৩ হাজার ৮২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ১৩২ জন পরীক্ষা অংশ নিয়েছেন বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানিয়েছেন।
যশোরের ঝিকরগাছা উপজেলায় এই প্রথম পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রে শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীর জানান, সরকারি শহীদ মশিউর রহমান ডিগ্রি কলেজে ৬১০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪১০ জন পরীক্ষায় অংশ নেন।
সরকারি এমএল পাইলট হাইস্কুলে ১ হাজার পরীক্ষার্থীর মধ্যে ৬১৪ জন পরীক্ষায় অংশ নিয়েছেন। ঝিকরগাছা বদরউদ্দীন মুসলিম (বিএম) হাইস্কুলে ৯১০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৫৫ জন অংশ নিয়েছেন।
ঝিকরগাছা পাইলট গার্লস হাইস্কুলে ৭০০ পরীক্ষার্থীর মধ্যে ৪৯০ জন পরীক্ষায় অংশ নিয়েছেন এবং সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১ হাজার পরীক্ষার্থীর মধ্যে ৬৬৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।
ঝিকরগাছা বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ জানান, এই প্রথম যশোর জেলার বাইরে ঝিকরগাছা উপজেলায় শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হলো। এজন্য প্রশাসনকে ধন্যবাদ জানান।
৫টি পরীক্ষা কেন্দ্রের সার্বিক তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতন কুমার মন্ডল। এ সময় পরীক্ষা পরিদর্শনে আসেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক রফিকুল ইসলাম।