খাজুরা (যশোর) প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নে তিনটি মসজিদে অনুদান প্রদান করা হয়েছে। রোববার বিকেলে গাওঘারা, রামকৃষ্ণপুর পূর্ব ও পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নয়নে অনুদান হিসেবে ১ গাড়ি করে ইট প্রদান করা হয়। যশোর-৪ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষে অনুদান প্রদান করেন, উপজেলা যুবলীগ নেতা মাজহারুল ইসলাম।
এ সময় গাওঘারা মসজিদ কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইউনুস আলী, রামকৃষ্ণপুর পূর্বপাড়া মসজিদ কমিটির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, রামকৃষ্ণপুর পশ্চিমপাড়া মসজিদ কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মসজিদের মুসল্লিরা উপস্থিত ছিলেন।