অভয়নগর সংবাদদাতা
উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাসকালে সাড়ে ১০ টায় নিবেদন করা হয়।
পরে বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদ সদস্য এনামুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, সিনিয়র সহ—সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম সরদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আইয়ুব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, সহ-সভাপতি আব্দুল গণি মোড়ল, সাংগঠনিক সম্পাদক মোল্যা আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ মোল্যা,. ফারুক হোসেন, আখতারুজ্জামান তারু, আনিসুর রহমান মিন্টু, শাহ্ আব্দুল মুকিত জিলানী, লায়লা খাতুন, শেখ হাবিবুর রহমান, সফি কামাল, জাহাঙ্গীর বিশ্বাসসহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মী। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম জহিরুল হক লিখন। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন, হাফেজ মাওলানা শহিদুল ইসলাম।
এদিকে উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আহমেদ খান, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আকিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, নির্বাচন কর্মকর্তা এস এম হাবিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুসফিকুর রহিম প্রমুখ।