বাংলার ভোর প্রতিবেদক: যশোর বোম ও বোমা তৈরির সরঞ্জমের মামলায় ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন এসআই রোকজনুজ্জামান।
অভিযুক্ত আসামিরা হলো, শহরের চারখাম্বার মোড়ের অনীন্দ নায়েক দেবা, ষষ্টিতলা বসন্ত কুমার রোডের আহসান হাসান খান নাইচ, ষষ্টিতলা পিটিআই রোডের চৌধুরী নাফিজ জামান রাফি ও ছেলে সোহাগ।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২৩ সালের ২৮ মে বিকেল পুলিশ শহরের চারখাম্বার মোড়ের ডানপাশের একটি ওষুধ কোম্পানির কেনা পরিত্যাক্ত ভবনের ভেতরে অভিযান চালায়। এ সময় ওই চারজনকে আটক ও তাদের কাছ থেকে লাল স্কসটেপ দিয়ে মোড়ানের দুইটি বোমা, ২টি খালি টিনের জর্দার কৌটা, ১শ’ গ্রাম ধুসর বর্ণের বিস্ফোরক সাদৃশ্য গুড়া, ১শ’টি ম্যাচ, ১শ গ্রাম তামার তার ও ২৫ লোহার তৈরী জালের কাঠি উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই রফিকুল ইসলাম আটক ৪ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় বিস্ফোরক আইনে মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আটক আসামিদের দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় ওই ৪ জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন।
শিরোনাম:
- মালিক-শ্রমিক দ্বন্দ্বে দুই দিন ধরে বাস চলাচল বন্ধ, ভোগান্তি
- পদ্মাসেতুর ট্রেন চলাচল উদ্বোধনের দিন বিক্ষোভ করবে যশোরবাসী!
- যশোরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট, পাঠদান ব্যাহত
- যশোর শহরের দড়াটানা ও ঢাকা ব্রিজ এলাকায় ভৈরব নদে ভয়াবহ পানি দূষণ
- যশোরে নাশকতা মামলায় ১২৫ নেতাকর্মী কারাগারে, আদালত চত্বরে স্লোগানে উত্তাল
- ঝিনাইদহ ক্যাডেট কলেজে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
- মৌ হিজড়ার স্বর্ণালংকার ও মালামাল আত্মসাত, দায়ীদের শাস্তির দাবি
- গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জেকে বসেছে শীত