মণিরামপুর সংবাদদাতা: যশোরের মণিরামপুরে একটি প্রাচীন কৃষ্ণমূর্তি উদ্ধার করা হয়েছে। গত শনিবার উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের বারপাড়া গ্রামের কুণ্ডুপাড়ায় মুরগির খামারে কাজ করতে গিয়ে বাবুল হোসেন নামের এক শ্রমিক মূর্তিটি খুঁজে পান। পরে গতকাল সকালে বিষয়টি জানাজানি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বারপাড়া গ্রামের কংকন কুণ্ডু স্থানীয় মুক্তেশ্বরী নদীতে এক্সকাভেটর দিয়ে একটি পুকুর কেটেছেন।
পুকুর খনন করা সেই মাটি নিয়ে তিনি পাশেই ঘাসফড়িং অ্যাগ্রো নামের মুরগির খামার করছেন। খামারে মাটি সমান করতে গিয়ে মূর্তিটির সন্ধান পান বাবুল হোসেন নামের এক শ্রমিক।
বাবুল জানান, গত শুক্রবার রাতে বৃষ্টি হওয়ার পর মূর্তির ওপর থেকে মাটি সরে যায়। শনিবার সকাল ১০টার দিকে খামারে মাটি সমান করতে গিয়ে প্রথমে কালো হাত দেখতে পান।
এরপর মাটি সরিয়ে মূর্তিটির সন্ধান পান তিনি। পরদিন রোববার বিষয়টি যশোরের জেলা প্রশাসককে জানানো হয়। পরে জেলা প্রশাসকের নির্দেশে পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে।
মণিরামপুর থানার ওসি মেহেদী মাসুদ বলেন, ‘পুরনো আমলের মূর্তি উদ্ধারের বিষয়টি শুনেছি, যা সরাসরি জেলা প্রশাসক মহোদয়ের নিকট জমা দেওয়া হয়েছে।
মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান সাংবাদিকদের বলেন, মূর্তিটি কষ্টিপাথরের কি না সেটা নিশ্চিত হওয়া যায়নি। তবে এর প্রত্নতাত্ত্বিক ভ্যালু রয়েছে। জেলা প্রশাসক মূর্তির বিষয়ে একটি প্রতিবেদন চেয়েছেন। পরে তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
শিরোনাম:
- শার্শা বিএনপির দুই নেতা বহিস্কার
- যশোরে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, সরবরাহ নেই কলেরা স্যালাইনের
- ক্রীড়া সংগঠক শহীদ আহমেদ স্মরণে দোয়া
- ফেরোমন ইণ্ডাস্ট্রিজের মাঠ দিবস
- যশোরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
- রহিমার প্রেমের টানে নিভৃতপল্লীর বাসিন্দা আমেরিকার মার্ক হোগল
- শার্শায় সংখ্যালঘুর বসতভিটা দখলে মরিয়া দুই নেতা!
- খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল