বাংলার ভোর প্রতিবেদক
যশোরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় এক দম্পতি আহত হয়েছেন।
আহতরা হলেন, শহরের জিরো পয়েন্ট মোড় এলাকার আসাদুল ইসলাম (৩০) ও তার স্ত্রী সুমি খাতুন (২৫)। ঘটনাটি ঘটেছে আজ (মঙ্গলবার) দুপুরে শহরের শংকরপুরে। তাদেরকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আসাদুল জানান, একই এলাকার ময়নার সাথে তার বিরোধ চলে আসছে। তারই জেরে ময়নার নেতৃত্বে হাসান, শিমুল, রহমানসহ অজ্ঞাত ৫ থেকে ৬ জন তার বাড়িতে হামলা করে তাকে মারপিট করে।
এ সময় তার স্ত্রী সুমি বাধা দিতে এলে হামলাকারীরা তাকেও পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক খন্দকার রেজোয়ান উদ দারাঈন জানান, তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তাদের অবস্থা আশংকামুক্ত রয়েছে।