বাংলার ভোর প্রতিবেদক
যশোর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে চুরি যাওয়া ৭টি ইজিবাইক গোপালগঞ্জ থেকে উদ্ধার করেছে। একইসাথে প্রাইভেটকারসহ চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে এই অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। আজ (শনিবার) শনিবার দুপুরে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান যশোর ডিবি পুলিশের ওসি রূপন কুমার সরকার।
গ্রেফতারকৃতরা হলেন, নড়াইল জেলার নড়াগাতি থানা এলাকার কলাবাড়িয়া গ্রামের বুলু শেখের ছেলে গোপালগঞ্জের ঘোষের চর উত্তরপাড়ার বাসিন্দা সেলিম শেখ ওরফে হৃদয় (৩৮), গোপালগঞ্জ জেলা সদরের ঘোষেরচর উত্তর পাড়া এলাকার হিরু মিয়ার ছেলে খোকন ঠাকুর (৪৫) ও একই উপজেলার আড়ুয়া কংশুক গ্রামের আব্দুর রহমান সরদারের ছেলে মেজবাহ উদ্দিন (৩৭) ।
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি রূপন কুমার সরকার জানান, গত ১৫ মার্চ যশোর শহরের খালধার রোড এলাকা থেকে অজ্ঞাতপরিচয় দু’জন অভিনব কায়দায় একটি ইজিবাইক চুরি করে। একইভাবে শহর থেকে আরও কয়েকটি ইজিবাইক চুরি হয়। বিষয়টি আমলে নিয়ে ডিবি পুলিশ তদন্ত শুরু করে। ডিবি’র এসআই মফিজুল ইসলাম শহরের বিভিন্ন পয়েন্ট থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোরদের সনাক্ত করেন। এরপর একটি চৌকশ টিম শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় উপ-শহর এ ব্লক এলাকা হতে প্রাইভেটকারসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী গোপালগঞ্জ সদর উপজেলার আড়ুয়া কংশুক এলাকায় অভিযান পরিচালনা করে একটি গ্যারেজ থেকে চুরি যাওয়া ০৭টি ইজিবাইক উদ্ধার ও গ্যারেজ মালিককে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আসামিদের তথ্য-উপাত্ত যাচাই করে ডিবি পুলিশ জানিয়েছে, আসামিরা তাদের পলাতক সহযোগীদের নিয়ে দেশে বিভিন্ন জেলায় ইজিবাইক চুরি/ছিনতাই করে থাকে। গ্রেফতারকৃত আসামি সেলিমের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ০৮টি চুরি মামলা, খোকনের বিরুদ্ধে ০১টি মাদক মামলা রয়েছে। এছাড়াও ইজিবাইক চুরিকালে অফিসার সেজে থাকা পলাতক সানু মেম্বারের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ০৬টি চুরি, ছিনতাই মামলা রয়েছে।