নিজস্ব প্রতিবেদক
স্বেচ্ছাসেবী সংগঠন যশোর ফরোয়ার্ড বয়েজের উদ্যোগে শিশু, কিশোর ও শিক্ষার্থীদের মাঝে বই ও ক্রীড়া সামগ্রী (জার্সি, ব্যাট ও বল) বিতরণ করা হয়েছে। আজ (বুধবার) সকালে শহরের চিরুনিকল মোড়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় দলের সাবেক ম্যানেজার ও ক্রীড়া সংগঠক এফএম মঈন উদ্দিন রোম, যশোর জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাসির মাহাতাব পলাশ, সাবেক ফুটবলার এম আরিফুর রহমান রিমু, ক্রীড়া সংগঠক আলী হাসান লিটন, মোহাম্মদ সেলিম ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহি সদস্য ও সংগঠনের পরিচালক শামীম এজাজ।
এর আগে ১৩ মার্চ সংগঠনের পক্ষ থেকে শহরের বক্ষব্যাধি ক্লিনিক (টিবি ক্লিনিক) মোড় এলাকায় শিশু-কিশোরদের মাঝে একই ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের পরিচালক শামীম এজাজ বলেন, বর্তমান প্রজন্মের কিশোর-তরুণরা বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িয়ে পড়ছে। তাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তার জন্য এ কিশোর তরুণদের খেলাধুলার দিকে নিতে হবে। সেই চিন্তা থেকে খেলার এ সমাগ্রী ও বই বিতরণ করা হয়েছে।