মাগুরা প্রতিনিধি
মাগুরার শালিখা উপেজলায় ছয়ঘরিয়া হাজাম বাড়ির মোড়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সিএনজি ও বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়ীয়া গ্রামের নিত্যানন্দ দের স্ত্রী নিরুপা রানী দে (৪০), নারায়ন চন্দ্র দের স্ত্রী পুষ্প রানী দে (৫০), মধু শিকদার (৫০)। যশোরগামী জিএম পরিবহনের একটি গাড়ী মাগুরাগামী একটি সিএনজিটিকে চাপাদেয়। তারা সকলে মাগুরায় একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।
গুরুতর আহত ৬ জনকে চিকিৎসার জন্য শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যশোর সদর হাসপাতাল ও মাগুরা সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সাথে সাথে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হতাহতরা সকলেই সিএনজির চালক ও যাত্রী ছিলেন।
স্থানীয়দের ধারণা সড়ক ও জনপথ বিভাগ রাস্তার দুই পাশে মাটি দেয়া প্রকল্পের মাটি কেটে রাস্তার একাংশ দখল করে রাখার কারণে রাস্তা সরু হয়ে যাওয়ায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।