শ্যামনগর প্রতিনিধি
শ্যামনগর বুড়িগোয়ালিনী কলবাড়ী আকাশলীনা ইকোট্যুরিজম গ্রন্থাগারটি বর্তমান পাবলিকের দখলে। শ্যামনগর উপজেলা কলবাড়ি বাজারে ২০১৯ সালে তৎকালীন ভূমি কর্তা সুজন সরকারের আমলে আকাশলীনা ইকোট্যুরিজম গ্রন্থাগার সাইনবোর্ড দিয়ে উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে ছাদ বিশিষ্ট একটি পাকা ঘর নির্মাণ করা হয়। ঘরটি সম্পূর্ণ নির্মাণের পরেও সাইনবোর্ডটি লাগানো ছিল। বর্তমান ওই ঘরটি স্থানীয় তহসিলদার ও ভূমি কর্তা মো. আসাদুজ্জামানের সহযোগিতায় রাতে সাইনবোর্ডটি সরিয়ে ফেলা হয়।
বর্তমান একজন জুতা ব্যবসায়ী সেখানে জুতা বেচাকেনা করছেন। তার কাছে জানতে চাইলে তিনি বলেন দাতিনাখালি বাক্কার গাজীর কাছ থেকে ভাড়া নিয়েছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্তা নাজিবুল আলমকে অভিহিত করলে তিনি ছবিগুলো তার হোয়াটসঅ্যাপে দিতে বলেন। ছবিগুলো দিলেও বিগত এক মাসেও কোন ব্যবস্থা গ্রহণ করেননি। জানিনা তিনিও এসিল্যান্ড ও সংশ্লিষ্ট নায়েবের সাথে দখল বাহিনীর সাথে হাত মিরিয়েছেন কিনা। সর্বশেষ গতকাল শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম মুঠোফোন বারবার যোগাযোগ করা হলেও ফোনটি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বিষয়টি সাতক্ষীরা ৪ জাতীয় সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন শ্যামনগরের সুধীজন।
ঘর নির্মাণের সময় আকাশলীনা ইকোট্যুরিজম গ্রন্থাগারের সাইনবোর্ড দেখা যাচ্ছে ঘরের মধ্যে, এরপর ঘর নির্মাণের পরে সাইনবোর্ডটি ঘরের সামনে ঝুলানো আছে। পরের ছবিটিতে দেখা যাচ্ছে পাবলিকের দখলে জুতার দোকান পরিচালিত হচ্ছে।