বাংলার ভোর প্রতিবেদক
দেশের ২৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে সরকার। শ্রুতিকটু ও নেতিবাচক অর্থ দাঁড়ায় এমন ২৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। এসব বিদ্যালয়ের নাম পরিবর্তন করে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই তালিকায় রয়েছে যশোরের চৌগাছার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘদিন পরে হলেও বিদ্যালয়ের নাম পরিবর্তন হওয়ায় খুশি শিক্ষক ও শিক্ষার্থীরা।
মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা, ২০২৩ এর নীতি ৪(ক) ও ৫ অনুযায়ী ২৪৭টি বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
২৪৭ প্রতিষ্ঠানের তালিকায় দেখা গেছে, যশোরের চৌগাছা উপজেলার তিনটি বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। সেগুলো হলো, মাংগীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘মদিনানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়’, আগমপুর হোগলডাঙ্গা মাংগীরপাড়া সুরত আলী মৃধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘সুরত আলী মৃধা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চুটারহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়’।
দীর্ঘদিন পরে হলেও বিদ্যালয়ের শ্রুতিকটূ নাম পরিবর্তন হওয়ায় খুশি শিক্ষক ও শিক্ষার্থীরা। দীর্ঘদিনের বিব্রতকর পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছেন তারা। এজন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।
এ বিষয়ে মদিনানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় (সাবেক মাংগীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়) সহকারী শিক্ষক তৌফিক আহমেদ বলেন, আমাদের স্কুলের নামটি শ্রুতিকটূ ছিল। নামটি বলতে গিয়ে শিক্ষক, শিক্ষার্থী সবাই বিব্রত হতাম। এ বিষয়ে তিক্ত অভিজ্ঞতাও আছে। সরকার শ্রুতিকটূ নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। এজন্য সংশ্লিষ্ঠদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। স্কুলের নাম পরিবর্তন করে একটি সুন্দর নামকরণ করা হয়েছে। এজন্য আমরা খুবই খুশি।
রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (সাবেক চুটারহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়) ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন অর রশিদ বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সর্বসম্মতিক্রমে নতুন নামকরণ করা হয় ‘রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়’। নতুন নামকরণের প্রস্তাব অধিদপ্তরে পাঠিয়েছিলাম। আজ নতুন নামকরণের প্রজ্ঞাপন জারি হয়েছে। শ্রুতিকটু নাম পরিবর্তন করায় আমরা খুবই খুশি হয়েছি।
গত বছরের ১৯ জানুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা-২০২৩ জারি করে মন্ত্রণালয়। তখন মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল, দেশের বিভিন্ন প্রান্তে থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অনেকগুলোর নাম শ্রুতিকটু ও নেতিবাচক ভাবার্থ সংবলিত। যা শিশুর রুচি, মনন, বোধ ও পরিশীলিতভাবে বেড়ে ওঠার অন্তরায়। তাই এগুলোর নাম পরিবর্তন করা হবে। উল্লেখ্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনের তথ্যমতে, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৫টি।