মণিরামপুর সংবাদদাতা
যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী বলেছেন, জেনারেল শিক্ষার পাশপাশি সকলের ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে। এজন্য সকল মুসলিম ভাই তাদের সন্তানদের আরবী শিক্ষাও গ্রহণ করাবেন। সোমবার সন্ধ্যায় মণিরামপুরের আগরহাটিস্থ মাদরাসাতু ইয়াকুব ইবনে জাবেদ লিল উলুমিশ শারইয়্যাহ মাদ্রাসা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মাদ্রাসার মুহতামিম আশফাকুল আনোয়ার ইয়ামিনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের পিতা জাবেদ আলী সরদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মজিদ, এমপির ভাই বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান কামিয়ার, কবি ও লেখক অলিয়ার রহমান, শ্যামকুড় ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, মাদানীনগর মাদ্রাসার মুহতামিম আব্দুর রশিদ, মাছনা মাদ্রাসার মুহতামিম ইসমাইল হোসেন, জালঝাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মফিজুর রহমান, বাকোশপোল কওমি মাদ্রাসার মুহতামিম মফিজুর রহমান, বুজতলা মাদরাসার পরিচালক হাফিজুর রহমান, মুরগিহাটা জামে মসজিদের খতিব ইব্রাহিম খলিল প্রমুখ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির জন্য বিশেষ দোয়া করা হয়।
এমপি এসএম ইয়াকুব আলী ব্যক্তিগত অর্থায়নে দৃষ্টিনন্দন এ মাদ্রাসা ভবনটি নির্মাণ করেছেন।