ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় নীলপুজায় কাদাখেলা নিয়ে দ্বন্দ্বে সন্যাসীদের পিটুনিতে স্বাধীন বিশ্বাস (২২) নামের এক আদিবাসী যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেকজন।
রোববার রাতে উপজেলার ভগবাননগর গ্রামের আদিবাসীপাড়া ওরফে বাবুপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভগবাননগর গ্রামের ওই পাড়ায় পয়লা বৈশাখ উপলক্ষে নীলপুজার অংশ হিসেবে কাদাখেলার আয়োজন করে স্থানীয় আদিবাসী সম্প্রদায়। বিকেলে এ নিয়ে ওই গ্রামের মাতব্বর সুনিল বিশ^াসের সাথে অধির বিশ্বাস নামের এক চৈত্র সন্যাসীর কথাকাটা কাটির একপর্যায়ে এক সন্যাসীকে থাপ্পড় মারে সুনিল বিশ্বাস। পরে রাতে বাড়ির পেছনে গেলে সুনিল বিশ্বাস ও তার ছেলে স্বাধীনকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে সন্যাসীরা। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় স্বাধীনের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্তরা।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম চৌধুরী বলেন, হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।