সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বীর মুক্তিযোদ্ধা শহীদ স. ম আলাউদ্দীন হত্যা মামলা, কালীগঞ্জের কৃষ্ণনগর ইউপির সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন হত্যা মামলা ও ছাত্রলীগ নেতা মামুন হত্যা মামলাসহ ১৫টি অতি গুরুত্বপূর্ণ মামলার বিচার দ্রুত নিষ্পত্তির তাগিদ দেয়া হয়।
সভায় একই সাথে সীমান্তে মাদকদ্রব্য চোরাকারবারী বন্ধসহ জিরো টলারেন্স নীতি অবলম্বন, পৌরসভার রোড লাইটগুলো সচলকরণ, রাস্তা-ঘাটের উন্নয়ন, প্রাণ সায়রের খালকে প্রবাহমান করা, শহরে যানজট নিরসনে দিনের বেলায় ট্রাক চলাচল বন্ধ করা, ব্যবসার নামে যত্রতত্র বালু-ইট-খোয়া ফেলে রাখায় সৃষ্ট জনভোগান্তি নিরসন, মাদকে আসক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের উপর নজরদারি বৃদ্ধি করা, শ্যামনগরের গাবুরা ইউনিয়নে টেকসই বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়নে তাগিদ দেয়া, এনজিও বরসা কর্তৃক প্রতারণার শিকার মানুষের স্বার্থে বরসার সম্পত্তিগুলো যাতে কেউ বিক্রি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখা, ইভটিজিংকারী বখাটেদের আইনের আওতায় আনাসহ জেলার উন্নয়ন সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোকপাত করা হয়।
মঙ্গলবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউল্লহ আল হাদী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব কুমার বসু, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ।
সভায় জানানো হয়, মার্চ মাসে মাদকদ্রব্য উদ্ধার ও মামলা, মামলা নিষ্পত্তির ভিত্তিতে সাতক্ষীরা জেলা খুলনা বিভাগের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে।
সভায় মসজিদগুলো সিসিটিভির আওতায় আনাসহ প্রায় সায়রের খাল পরিস্কার পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ এলাকায় সিসিটিভি স্থাপনের লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর, পৌরসভা ও জেলা পুলিশের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।