বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের ষষ্ঠিতলা পাড়ার বসন্ত কুমার সড়কের একটি ভাড়া বাসা থেকে আশিকুর রহমান হৃদয় নামে এক টাইলস মিস্ত্রির অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। তিনি একই এলাকার মনি মিয়ার ছেলে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে ২/৩ দিন আগে তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু বাড়িতে কেউ না থাকায় বিষয়টি জানাজানি হয়নি।
নিহতের স্ত্রী পিয়া বেগম জানান, ঈদের আগের দিন সংসারে অশান্তি হলে তিনি বাপের বাড়ি চলে যান। ঈদের দিন শ্বশুর বাড়িতে (পিয়ার বাবার বাড়ি) গেলেও খাওয়ার পর আর দেরি করেননি আশিকুর। ঈদের দু’একদিন পরে গলায় ফাঁস নিতে পারেন। মঙ্গলবার প্রতিবেশিরা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে আশপাশের লোকজন ডেকে জানালা খুললে আশিককে ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে কোতয়াালি থানার ইন্সপেক্টর (তদন্ত) শফিকুল আলম চৌধুরী বলেন, হৃদয় ঘরের দরজা আটকে আত্মহত্যা করেছে। যা তাদের তদন্তে উঠে এসেছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।