বাংলার ভোর প্রতিবেদক
যশোর রেলওয়ে স্টেশন থেকে সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তার পিতা আব্দুল মজিদের খোয়া যাওয়া মোবাইল রেলওয়ে পুলিশ উদ্ধার করেছে। টিকিট কাউন্টারে টিকিট কটার সময় তার ব্যবহৃত স্মার্ট মোবাইল ফোনটি পকেট থেকে পড়ে যায়।
যশোর রেল স্টেশনে ট্রেনের টিকিট কাটতে এসে হারিয়ে যাওয়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি সিসি ফুটেজ দেখে মাত্র এক ঘন্টার মধ্যে ফিরে পান মোবাইল মালিক আব্দুল মজিদ। যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিতোষ বিশ্বাসের তড়িৎ পদক্ষেপে হারিয়ে যাওয়া ফোনটি হাতে পেয়ে পুলিশের পদক্ষেপকে কৃতজ্ঞতা প্রকাশ করেন আব্দুল মজিদ।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে যশোর রেল স্টেশন টিকিট কাটতে আসেন শহরের রেলগেট এলাকার আব্দুল মজিদ নামে এক ব্যক্তি। টিকিট কাটার সময় তার মোবাইল অ্যান্ড্রয়েড ফোন সেটটি অসাবধানতাবশত পকেট থেকে পড়ে যায়। পরে তিনি মোবাইল ফোনটি খোঁজাখুঁজি করে না পেয়ে যশোর রেল স্টেশনের জিআরপি পুলিশের ইনচার্জ এসআই মনিতোষ বিশ্বাসকে জানান। মনিতোষ বিশ্বাস বিষয়টি জেনে তড়িৎ পদক্ষেপ নেন।
তিনি টিকিট কাউন্টারের সামনে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে জাফর নামে এক টোকাইকে সনাক্ত করেন।
পরে তাকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে খোয়া যাওয়া মোবাইলটি তার কাছ থেকে উদ্ধার হয়।