নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা
যশোরের ঝিকরগাছায় বাড়ির পাচিলের দরজার তালা ভেঙে গভীর রাতে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার টাওরা গ্রামের আক্তারুজ্জামান মিন্টুর বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।
আক্তারুজ্জামান মিন্টু বলেন, চোরেরা সম্ভবত রাত দুইটার দিকে বাড়ির পাচিলের দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে। এ সময়ে চোরেরা বাড়ির এক কামরার ও মোটরসাইকেলের তিনটি তালা ভেঙে ১৫০ সিসির নতুন রেজিস্ট্রেশনবিহীন ভারতীয় পালসার মোটরসাইকেল নিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।
ঝিকরগাছা থানার ডিউটি অফিসার আব্দুস সবুর বলেন, অভিযোগ পাওয়ার পর মোটরসাইকেলটি উদ্ধারের জন্য তা নথিভুক্ত করা হয়েছে।