বাংলার ভোর প্রতিবেদক
ঐতিহাসিক মুজিবনগর দিবস ২৪ উদযাপন উপলক্ষে বুধবার সকালে যশোর সরকারি সিটি কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর অরবিন্দু কুমার কুণ্ডু এবং বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর অমলেন্দু বিশ্বাস, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সাজেদুল ইসলাম ও শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল হালিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহ্বায়ক ড. সবুজ শামীম আহসান। বিশেষ আলোচক ছিলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান দিলরুবা খানম। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি মারুফ হোসাইন ইকবাল ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন রিমন। সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক অনুপম বসাক।