বাংলার ভোর প্রতিবেদক
যশোরের শার্শা উপজেলার বুরুজবাগান এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাদক কারবারি রায়হানকে গ্রেফতার করেছে র্যাবের একটি চৌকস দল। মঙ্গলবার ১৬ এপ্রিল দিবাগত গভীর রাতে আত্মগোপনে থাকা রায়হানকে বুরুজ বাগান এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শার্শা থানায় মামলা নং ০৯। তারিখ ০৮/০৫/১৭।
ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯৯০ সালের ১৯(১) টেবিলের ১(খ) অনুযায়ী গত বছর ২৩ সালের ২৭ সেপ্টেম্বর আদালত যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করে। সাজা হওয়ার পর থেকে রায়হান পলাতক জীবন যাপন শুরু করে। রায়হান গ্রেফতার হওয়ার পর র্যাবের কাছে স্বীকার করে, ২০১৭ সালের ৮ মে বিকাল ৫ টায় হিরোইনসহ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়।
পরবর্তীতে তার বিরুদ্ধে শার্শা থানায় মাদক আইনে মামলা হয়। ওই মামলায় তিনি প্রায় ৭ মাস জেল হাজতে থাকার পর আদালত থেকে জামিনে মুক্তি লাভ করে। পরে আদালতে হাজিরা না দিয়ে নিজেকে আত্মগোপন করে।
গ্রেফতারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রায়হান র্যাবকে আরো জানান, তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে গ্রেফতার এড়ানোর জন্য নিজ এলাকা শার্শা যাদবপুর থেকে বুরুজ বাগান এলাকায় নিজেকে আত্মগোপন করে রেখেছিলেন।
পরে র্যাবের টিম বুধবার তাকে আটকের পর শার্শা থানায় হস্তান্তর করে।