বাংলার ভোর ডেস্ক
“প্রণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন স্থানে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আমাদেও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত :
অভয়নগর
অভয়নগর সংবাদদাতা জানান, উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ—সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ আবুজার সিদ্দিকীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অভয়নগর থানা পুলিশের উপ পরিদর্শক আবু বক্কার সিদ্দিকী, উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবু জিহাদ, আমিনুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম, নওয়াপাড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র লুৎফর রহমান প্রমুখ।
সেবা সপ্তাহ উপলক্ষে ৫০টির অধিক বিভিন্ন প্রজাতীর পশু ও প্রাণির স্টল প্রদর্শনী হয়। প্রদর্শনীতে উন্নত জাতের ছাগল, ভেড়া, শংকর ও জার্সী জাতের গরু, হাঁস—মুরগী, বিভিন্ন প্রজাতীর পাখিসহ উপজেলার বিভিন্ন অঞ্চলের বাড়িতে পোষা প্রাণি মেলায় প্রদর্শন করেন খামারীরা।
তালা
তালা সংবাদদাতা জানান, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে, প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র (এলডিডিপি) বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে উক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ. সঞ্জয় বিশ্বাস। ভেটেরিনারি সার্জন ডা. মাছুম বিল্লাহ’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, তালা থানার ওসি (তদন্ত) এম এম সেলিম, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার, মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার, সমাজসেবা অফিসার সুমনা শারমিন, উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলী, উপজেলা রিসোর্স সেন্টারে ইন্সট্রাক্টর মকবুল হোসেন প্রমুখ। উদ্বোধনের পর মেলার ৩২ টি প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিবৃন্দ। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
শালিখা
শালিখা (মাগুরা) প্রতিনিধি জানান, উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও হরেকৃষ্ণ অধিকারী। প্রধান অতিথি ছিলেন মাগুরা-২ আসনের এমপি ড. বীরেন শিকদার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শাহিন আলম। বিশেষ অতিথি ছিলেন শালিখা থানার ওসি নাসির উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর মাস্টার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড শ্যামল কুমার দে, সাধারণ সম্পাদক ইলিয়াসুর রহমান শিকদার,খামারী আ. আলিম। সঞ্চালনায় ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নাজমুল হুসাইন। অনুষ্ঠানে দুইজন সেরা খামারীকে পুরস্কার প্রদান করা হয়।
শ্রীপুর
শ্রীপুর সংবাদদাতা জানান, উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহীন প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মমতাজ মহলের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক আ হা ম শামীমুজামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা ডেইরি ফার্ম এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হোসাইন রাসেল প্রমুখ ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরামের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৬ টি ক্যাটাগরিতে ৩২ টি স্টলে উদ্যোক্তা ও খামারিগণ বিভিন্ন ধরনের প্রাণী, খাদ্য ও ওষুধ প্রদর্শন করেন।
পরে ৬টি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ১৮ জনকে যথাক্রমে ২৫ শ’, ২ হাজার এবং ১৫ শ’ করে টাকার চেক ও সার্টিফিকেট প্রদান করা হয়।
কালিগঞ্জ
কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গনে পাঁচদিন ব্যাপি মেলা উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা- ৪ আসনের সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাকিম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা নির্বাচন অফিসার অনুজ গাইন প্রমুখ।
পাইকগাছা
পাইকগাছা প্রতিনিধি জানান, সকালে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের সভাপতিত্বে প্রদর্শনী মেলা পরিদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা- ৬ পাইকগাছা কয়রার সংসদ সদস্য মো. রশীদুজ্জামান।
সন্মানিত অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিষ্ণুপদ বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা অসিম কুমার দাস, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাজান আলী শেখ, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, ইউ আর সি ইন্সট্রাক্টর ঈমান উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা বেগম,সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাস, একটি বাড়ি একটি খামার শাখা ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোঘ, জনতা ব্যাংক কর্মকর্তা হাদিউজ্জামান, ওসি অপারেশন রঞ্জন কুমার গাইন, সাবেক অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, সহকারী অধ্যাপক মাইনুল ইসলাম, ষোলআনা সমবায় সমিতির সভাপতি জি এম শুকুরুজামান।
পরে প্রর্দশনীতে বিজয়ী খামারিদের মাঝে সার্টিফিকেট ও মূল্যায়নের ভিত্তিতে খামারীদের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।