বাংলার ভোর প্রতিবেদক
বৃহস্পতিবার বিকেলে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ও ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণার দাবিতে যশোরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, গাজায় গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বকে অবিলম্বে ঐক্যবদ্ধ হতে হবে। ইসরাইলের যত শক্তিশালী বন্ধু রাষ্ট্রই থাকুক না কেন, তারা হিজবুল্লাহ, হামাস, হুথি’র মতো ছোট ছোট গ্রুপের সাথেও পেরে ওঠে না। মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হলে ইজরাইল নামক রাষ্ট্রের কোন অস্তিত্ব থাকবে না।
প্রাচ্যসংঘ যশোরের আয়োজনে এ সমাবেশ সংগঠনের সভাপতি কবি কাসেদুজ্জামান সেলিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা বেনজীন খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাচ্যসংঘের সাধারণ সম্পাদক খবির উদ্দিন সুইট ও প্রবীণ সদস্য কার্তিক চন্দ্র রায়। এর আগে সমাবেশস্থলে সংগঠনের শিল্পীরা প্রতিবাদী সংগীত পরিবেশন করেন।