বাংলার ভোর প্রতিবেদক
উৎসব মুখর পরিবেশে যশোরের মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের রজত জয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপি কর্মসূচি গ্রহণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক বাবুল।
এ অনুষ্ঠানকে ঘিরে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসীর মধ্যে বিরাজ করে এক আনন্দমুখর পরিবেশ।
এই শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা এখন আলো ছড়াচ্ছে সারাদেশে। যশোর শহর থেকে ১৫ কিলোমিটার দূরে যশোর-মাগুরা সড়কের বন্দবিলায় এই প্রতিষ্ঠানটির অবস্থান।
অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীরা তাদের জীবনের বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম।