বাংলার ভোর প্রতিবেদক
জাঁকজমকপূর্ণভাবে যশোরে অনুষ্ঠিত হলো ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবাকর্মীদের বার্ষিক সম্মেলন-২০২৩। ‘জাত উন্নয়নের অগ্রপথিক’ এই স্লোগানকে সামনে নিয়ে শনিবার যশোরের খোলাডাঙ্গায় ব্র্যাকের লার্নিং সেন্টারে ১৯২ জন কৃত্রিম প্রজনন সেবাকর্মীদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়।
এই সম্মেলনেকর্মীদের কাজের মূল্যায়ন ও পুরস্কৃত করার পাশাপাশি খেলাধুলা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আগামী দিনে আরো অধিক উন্নত সেবা প্রদান, খামারি পর্যায়ে পৌঁছে দেয়ার বিষয়ে কর্মীদের উদ্বুদ্ধ করা।
অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর জেলা প্রাণিসম্পদ কমকর্তা ডা. রাশেদুল হক বলেন, ব্র্যাক সুশৃঙ্খলভাবে কৃত্রিম প্রজনন কার্যক্রম করছে। খামারিকে কখন কৃমি ওষুধ, কখন সিমনে প্রয়োগ করতে হবে, সবুজ ঘাষ খাওয়াতে হবে সেসব বিষয়ে খামারিদের পরামর্শ দিয়ে সচেতন করতে প্রধান অতিথি কৃত্রিম প্রজনন সেবাকর্মীদের নির্দেশ দেন। তিনি আরো বলেন, খামারিদের সাথে অসততা না করে তাদের বাঁচিয়ে রাখতে হবে। তাহলে কৃত্রিম প্রজনন সেবাকর্মীদের উপার্জনের পথ সুযোগ থাকবে। বক্তব্য রাখেন যশোর সদর উপজেলা প্রাণিসম্পদ কমকর্তা ডা. ফারুক হোসেন, ব্র্যাক ঢাকার অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার ডা. শওকত আলী, জোনাল সেলস ম্যানেজার এম এ মান্নান, খুলনা অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার আবুল হোসেন খান, ব্র্যাক ঝিনাইদহ জেলা সমন্বয়কারী শিপ্রা বিশ্বাস, যশোর জেলা সমন্বয়কারী আলমাসুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা মেহেরপুর জেলার ১৯২ জন কর্মী অংশ নেন। ২০২১ ও ২০২২ সালে যেসব কৃত্রিম প্রজনন সেবাকর্মী ভালো কাজ করেছেন তাদেরকে পুরস্কৃত করা হয়।
##
শিরোনাম:
- যশোর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ককে শোকজ
- কেন্দ্র কর্মকর্তাদের ভুলে রসায়নে ফেল করা সেই ৪৮ শিক্ষার্থীই উত্তীর্ণ
- ভৈরবে নিখোঁজ স্কুলছাত্র জিহাদের মরদেহ উদ্ধার
- যশোর কারবালা জামে মসজিদ : দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন
- নামেই ‘তালপুকুর’ !
- বহিরাগতদের হামলায় এমএম কলেজের তিন শিক্ষার্থী আহত, আটক ২
- জুলাই অভ্যুত্থান স্মরণে যশোরে আইডিয়া প্রতিযোগিতা শুরু
- যশোরে মাদক নিয়ন্ত্রণে বাধ্যতামূলক ডোপ টেস্টের পরিকল্পনা জেলা প্রশাসনের