বাংলার ভোর প্রতিবেদক
যশোরে মহাসড়কে ইজিবাইক থ্রি হুইলার নাসিমন করিমন আলমসাধুর মতো পরিবহন চলাচল বন্ধে নেয়া হবে বিশেষ ব্যবস্থা। সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযানসহ এসব যানবাহন চলাচল বন্ধে সমন্বিত উদ্যোগ নেয়া হচ্ছে। একই সাথে যশোরের সড়কে ওভারলোডিং বন্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রাকসহ বিভিন্ন পণ্যবাহী যানবাহনে অতিরিক্তি লোড বহনের কারণে সড়ক ও ব্রিজ ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিশেষ করে ভবদহ অঞ্চলে ভৈরব সেতু ওভারলোডিংয়ের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই জনস্বার্থে ওভারলোডিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যশোরের মণিহার বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসনে রাস্তার ওপর যানবাহন দাঁড় করিয়ে রাখা, যাত্রী উঠা নামা করানো ও মেরামত বন্ধে ব্যবস্থা নেয়া হবে। জেলা উন্নয়ন সমন্বয় সভায় এ সব সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহীন।
সভায় বক্তৃতা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফিরোজ কবির, ২৫০ শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক হারুন অর রশিদ, ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ডক্টর সুশান্ত কুমার তরফদার, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহিদ পারভেজ, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রাশেদুল হক, জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যনন্দ কুন্ডু, সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক অসিত কুমার সাহা, বিআরটিএর সহকারী পরিচালক এসএম মাহফুজুর রহমান প্রমুখ।