বাংলার ভোর প্রতিবেদক
মানবিক সহায়তা হিসেবে রাইডার্স ক্লাব যশোরের সদস্যরা জনসাধারণের মধ্যে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করছে।
আজ সোমবার (২২ এপ্রিল) শহরের মুজিব সড়ক এলাকায় খেটে খাওয়া দিন মজুর সাধারণ মানুষের মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
রাইডার্স ক্লাব যশোরের এডমিন ইয়ামন পিয়াল জানান, প্রচণ্ড গরমে যখন জনজীবন বিপর্যস্ত তখন মানবিক জায়গা থেকে তাদের এই কার্যক্রম। তাদের এই ধরনের কাজে সর্বদা সহযোগিতা করার জন্য তিনি এসিআই মটরস এর এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস, আর এস এম সাউথ জোনের তানভীর সজীব, টেরিটোরি অফিসার জহিরুল ইসলাম সুজন, এস আর অরিয়ান মোটরস এর ডিলার রিফাত, রাইডার্স ক্লাব যশোরের মডারেটর শরীফসহ সকল মেম্বারকে ধন্যবাদ জানান।