বাংলার ভোর প্রতিবেদক
যশোরে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোর উপশহর ৬ নং সেক্টর এলাকার মো. জলিলের ছেলে আহাদ আলী (১৬)। মঙ্গলবার দুপুরে অনুমানিক দেড় টার সময় উপশহর এলাকার কাজীর পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
অপরদিকে গরমে স্ট্রোক জনিত কারণে দুই যুবকের মৃত্যু হয়েছে। যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক পারভেজ হোসেন গরমে স্ট্রোক করে মারা গেছেন। এছাড়া উপশহর ৭ নং সেক্টর এলাকার বদু মিয়ার ছেলে রুবেল হোসেন(৩০) অতিরিক্ত গরমে স্ট্রোক জনিত কারণে মারা গেছেন। হঠাৎ করে দুপুর বেলা রুবেলের শরীর খারাপ। পরিবারের লোকজন তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রুবেলের পরিবার বলছেন অতিরিক্ত গরমের কারণে স্ট্রোক করেছেন। তবে পারভেজ হোসেন ও রুবেল হিট স্ট্রোক করে মারা গেছেন কি না সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।