বাংলার ভোর প্রতিবেদক
ইয়বার মামলায় মণিরামপুরের কিসমত চাকলা গ্রামের মাদক ব্যবসায়ী আলীমকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। এ মামলার অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়েছে। বুধবার অতিরিক্ত দায়রা জজ জুয়েল অধিকারী এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আলীম মণিরামপুরের কিসমত চাকলা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি যশোর শহরের নিরালাপট্টি এলাকায় বসবাস করেন।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৮ সালের ১৩ জুলাই সকালে কোতোয়ালি থানা পুলিশ শহরের দড়াটানা মোড় থেকে আলীমকে ১শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। এ ঘটনায় আটক আলীমসহ শহরের লোন অফিসপাড়ার হানিফ ও উপশহরের শামীমকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন এসআই এইচএম মাহমুদ। এ মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি আলীমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৫ বছর সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আলীম কারাগারে আটক আছেন।