বাংলার ভোর প্রতিবেদক
যশোরে গত মঙ্গলবার রাতে শহরের শংকরপুর চোপদারপাড়া মনি শেখের বাড়ির দক্ষিণ পাশে অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে চিহ্নিত সন্ত্রাসীরা হাতে বোমা নিয়ে জনসাধারণের মধ্যে ভীতি সঞ্চার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে ৬টি বোমা সদৃশ ককটেল উদ্ধার করেছে।
এ সময় সন্ত্রাসীদের নিক্ষিপ্ত বিস্ফোরিত বোমার জর্দ্দার কৌটার ও জালের কাঠির অংশ বিশেষ উদ্ধার করেছে। এ সময় গভীর রাতে ৫ জন সন্ত্রাসীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮/১০ জন সন্ত্রাসীর নামে কোতয়ালি থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছেন। মামলাটি করেন, কোতয়ালি থানার এসআই জয়ন্ত সরকার। মামলায় আসামিরা হচ্ছে, শহরের আশ্রম রোড গাড়োয়ানপট্টির রাকিব, নাজির শংকরপুর হাজারী গেট এলাকার তানভীর, শংকরপুর আশ্রম রোডের ইছা মীর, শংকরপুর কালিতলার নিরব দেবনাথ ও শংকরপুর মহিলা মাদ্রাসার পাশে আসিফসহ অজ্ঞাতনামা ৮/১০জন।
মামলায় বাদী উল্লেখ করেন, মঙ্গলবার ২৩ এপ্রিল বাদি মোটরসাইকেলযোগে মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং বিশেষ অভিযান ডিউটি করাকালীন রাত সাড়ে ১০ টার সময় শংকরপুর সাদেক দারোগার মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন শংকরপুর চোপদারপাড়া মনির মাঠ সংলগ্ন জনৈক কামাল শেখের বাড়ির দক্ষিণ পাশে রাস্তার উপর কতিপয় ব্যক্তি জনসাধারণের জানমালের ক্ষতিসাধনের লক্ষ্যে এবং জন-বিশৃঙ্খলা সৃষ্টিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে ককটেল সদৃশ্য হাত বোমা নিয়ে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা একটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে ও তাদের কাছে থাকা একটি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়।
এ সময় উল্লেখিত সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি ব্যাগের মধ্যে বালু দিয়ে বিশেষ কায়দায় রাখা ৬টি হাত বোমা সদৃশ্য ককটেল ও বিস্ফোরিত বোমার জর্দার কৌটা ও জালের কাঠির অংশ বিশেষ উদ্ধার করে।