বাংলার ভোর প্রতিবেদক
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবা ও ৩শ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ সময় মাদকদ্রব্য দু’জনকে আটক করেছে। আটকরা হচ্ছে যশোর সদর উপজেলার মনোহরপুর মধ্যপাড়ার শফিকুল ইসলাম ও ছাতিয়ানতলা পশ্চিমপাড়ার হাচান আলী। এ সময় কৈখালী গ্রামের আসলাম হোসেন পালিয়ে গেছে। মাদক উদ্ধারের ঘটনায় কোতয়ালি থানায় আলাদা তিনটি মামলা হয়েছে।
ইছালী পুলিশ মঙ্গলবার রাতে যোগীপাড়াস্থ স্লুইস গেটের সামনে থেকে শফিকুল ইসলামকে ২০ পিস ইয়াবাসহ আটক করে। অপরদিকে, বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদস্যরা চুড়ামনকাটির ছাতিয়ানতলা পশ্চিমপাড়ার মাদক বিক্রেতার হাসান আলীর বাড়িতে অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবাসহ হাসান আলীকে আটক করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অপর একটি টিম মঙ্গলবার ২৩ এপ্রিল বিকেলে কচুয়া ইউপির কৈখালী মামড়া খোলা গ্রামের আসলাম হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৩শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। তবে আসলাম পালিয়ে যায়।