নিজস্ব প্রতিবেদক
অভয়নগরে সন্ত্রাসী হামলার শিকার হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন কলেজ ছাত্র এসএম সিফাতউল্লাহ। ঘটনাটি ঘটেছে ২৫ এপ্রিল রাত সাড়ে ৯ টার দিকে।
আহত সিফাতের পিতা এসএম উজ্জ্বল জানান, তার ছেলে ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী। ঈদের ছুটিতে বাড়িতে আসে। ওই দিন ঢাকায় ফিরে যাওয়ার আগে সকাল ১০টার দিকে স্থানীয় বাজারে চুল কাটাতে যায়। এ সময় স্থানীয় ও রাকিব ও সোহানের সাথে তার দেখা হয়। তারা একসাথে গল্প করার সময় একদল সন্ত্রাসী ৫-৬ টি মোটরসাইকেলযোগে সেখানে এসে অতর্কিত তাদের উপর হামলা করে। এ সময় অভয়নগর পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাজমুস সাকিব ও কলেজ ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল নোমান উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতেই সন্ত্রাসী ইকরাম হোসেন (২৫), মো. ইখলাছ(২৪), মো. জহির (২৫), শাহিন মোল্লা(২৫), মো. কাজল (২৫), জীবন আলী(২৫), মো. জিহাদ (২৩)সহ অজ্ঞাত ৬/৭ জন সন্ত্রাসী বাহিনী রাকিবকে হত্যার উদ্দেশ্য দেশি অস্ত্র রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, লোহার রড দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পিটিয়ে খুন জখম করে। এ সময় সিফাতের দুই বন্ধুর ডাক চিৎকারে স্থানীয় এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা ঝুঁকিপূর্ণ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে আহত সিফাত উল্লাহ আশংকাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালের অর্থপেডিক বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে ২৬ এপ্রিল অভয়নগর থানায় একটি মামলা হয়, যার নং-৩০। থানার অফিসার ইনচার্জ জানান অভিযুক্ত আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। মামলার তদন্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান উক্ত মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় হত্যা চেষ্টায় জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।