বাংলার ভোর প্রতিবেদক
কবিতার রূপ ও রস শীর্ষক সেমিনার ও বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) ২৩৭ তম মাসিক সাহিত্য সভা শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে। যশোর শহরের পোস্ট অফিস পাড়ার বিএসপির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট শিক্ষাবিদ, প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান।
সভাপতিত্ব করেন বিএসপির সভাপতি আহমদ রাজু। আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি আমির হোসেন মিলন ও কবি মামুন আজাদ।
বিশেষ অতিথি ছিলেন মুক্তিশে^রী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি ডা. মোকাররম হোসেন, বিএসপির সাবেক সভাপতি এডিএম রতন, এম এ কাসেম অমিয়, আতিয়ার রহমান।
বিএসপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না’র পরিচালনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন আহমেদ মাহবুব ফারুক, কাজী নূর, রাজপথিক, সঞ্জয় নন্দী, অ্যাড. মাহমুদা খানম, অধ্যাপক সুরাইয়া শরীফ, অধ্যাপক অরুণ বর্মন, অধ্যাপক ভদ্রাবতী বিশ্বাস, শেখ হামিদুল হক, রেজাউল করিম রোমেল, গোলাম রসূল, শরীফ হোসেন ধীমান, হাজারী লাল সরকার, আমিনূর রহমান, মো. নজরুল ইসলাম প্রমুখ।