শার্শা সংবাদদাতা
শার্শা থানা পুলিশের সাঁড়াশি অভিযানে ১০ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার সকালে শার্শা থানার বিভিন্ন জায়গায় এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী আব্দুল গফুর, আতাউর রহমান (৫২),রাফাত (২৫), রাসেল হোসেন (২৭), নুর হোসেন, ছালেহা বেগম, আনজুয়ারা খাতুন , তরিকুল হোসেন (৩২), ইমরান হোসেন কামরুজ্জামান, হেলাল উদ্দীন।
শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।