বেনাপোল থেকে রাজু আহমেদ
বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতির ২০২৪ নির্বাচনে পুনরায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন একে এম আতিকুজ্জামান সনি এবং সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন আজিম উদ্দিন গাজী। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ভোট গ্রহণে এ নিয়ে পর পর দ্বিতীয়বারের মত সভাপতি হলেন আতিকুজ্জামান সনি এবং তৃতীয়বারের মত সাধারণ সম্পাদক হলেন আজিম উদ্দিন গাজী।
শনিবার বন্দর সংলগ্নে অবস্থিত বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন ভবনে সকাল ৯টা থেকে একটা বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সমিতির ৬২০ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ৪৭৬ জন। ভোট গ্রহণ নিরবচ্ছিন্ন করতে ভোট কেন্দ্রে মোট ৬টি বুথ স্থাপন করা হয়।
নির্বাচন সুষ্ঠ এবং শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য সংগঠনের পক্ষ থেকে গঠিত নির্বাচন কমিশনে প্রধান নির্বাচনের দায়িত্ব পালন করেন-কাজী শাহজাহান সবুজ এবং নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন-মোহাম্মাদ শাহাদৎ হোসেন এবং মোহাম্মাদ আলী। নির্বাচন পর্যবেক্ষণ করেন খুলনা বিভাগীয় শ্রমদপ্তরের শ্রমকর্তা গণেশ চন্দ্র বসু ।
নির্বাচনে নির্বাচিতরা হলেন, সভাপতি-এ কে এম আতিকুজ্জামান সনি, সহঃ সভাপতি(১)-ইদ্রিস আলী, সহঃ সভাপতি (২)-মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক-আজিম উদ্দিন গাজী, যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান সুমন, অর্থ সম্পাদক মুছা করিম(মুছা), পরিবহণ ও বন্দর বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক-জহুরুল ইসলাম রিপন, ক্রিড়া ও সংস্কৃতি সম্পাদক-রাজু আহম্মেদ, প্রচার সম্পাদক-আহসান হাবিব, কার্যকরী সদস্য(১) মোস্তাক আহম্মেদ মাখন, (২) কুতুব উদ্দিন গাজী।