কেশবপুর পৌর প্রতিনিধি
যশোরের কেশবপুরে বাংলাদেশ সাহিত্য সেবা সংসদের সপ্তম মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে ওই সাহিত্য আসরের আয়োজন করা হয়। কথা সাহিত্যিক আবুল হোসেন জাহাঙ্গীরকে এ সাহিত্য আসরটি উৎসর্গ করা হয়।
সংগঠনের চেয়ারম্যান কবি ও সব্যসাচী লেখক মুহম্মদ শফির সভাপতিত্বে সাহিত্য আসরে আলোচনা করেন, সংগঠনের সাধারণ স¤পাদক সাংবাদিক মোতাহার হোসাইন, পাঁজিয়া সম্মিলিত সাহিত্য সংসদের সহসভাপতি সমীর দাস, সহকারী অধ্যাপক লেখক তাপস মজুমদার ও কবি প্রনব মন্ডল মানব। সাহিত্য আসরে কবিতা পাঠ করেন ছড়াকার মুনছুর আযাদ, বাবর আলী গোলদার, কবি অপু দেবনাথ, কবি বিশ্বজিৎ ঘোষ, জালাল উদ্দীন সরদার, সাহিত্যানুরাগী কোরবান আলী ও কবি আমিনুর রহমান বুলবুল।