বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পুরাতন কসবা পুলিশ ফাঁড়ী পুলিশ আলাদা অভিযান চালিয়ে দু’টি স্থানে অভিযান চালিয়ে ২শ’ ২০পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় মাদকদ্রব্য রাখার অভিযোগে চারজনকে আটক করেছে। আটকরা হচ্ছেন, যশোর শহরের আরএনরোড নলডাঙ্গা এলাকার সাজ্জাদ হোসেন সিজান, শার্শা উপজেলার গোড়পাড়া (সর্দারপাড়া) গ্রামের মহিনুর রহমান, সদর উপজেলার মুড়লী (খাঁ পাড়া ) গ্রামের বর্তমানে কেশবপুর উপজেলার মূলগ্রামের রফিক ও ঝিকরগাছা উপজেলার মাটিকুমড়া (বিশ্বাসপাড়া) গ্রামের মিজানুর রহমান।
ডিবি পুলিশের এসআআই সোলায়মান আক্কাস জানান, ৩ মে রাতে সদর উপজেলার তফসীডাঙ্গা গ্রামের বেনাপোল হাইওয়ে রাস্তার দক্ষিণ জাহিদুল মিস্ত্রির গ্যারেজের সামনে ফাঁকা জায়গায় কয়েকজন মাদক ব্যবসায়ী তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট নিয়ে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাতে ঘটনাস্থলে পৌঁছালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা মহিনুর রহমান, রফিক, মিজানুর রহমান পালানোর চেষ্টার একপর্যায় আটক করা হয়।
পরে তাদের তিনজনের কাছ থেকে ২শ’ পিস ইয়াবা উদ্ধার করে। অপরদিকে, পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা ৩ মে শুক্রবার পৌর পার্কের মধ্যে চারুপীঠের পিছনে থেকে সাজ্জাদ হোসেন সিজানকে ২০পিস ইয়াবাসাহ আটক করে। এ ঘটনায় কোতয়ালি থানায় মাদক আইনে মামলা হয়েছে।